বিমানের উড্ডয়ন কৌশল খুবই সরল। বাতাসের অনুপস্থিতে এটা সম্ভব নয়। যে কোনো কিছুর অবস্থানের জন্যে অবলম্বন প্রয়োজন। আর বিমানের ক্ষেত্রে সেই অবলম্বন হলো বাতাস। মহাকাশ যানের ব্যাপার ভিন্ন। তাদেরকে পুশ করে নিক্ষিপ্ত করা হয় বিমান উড্ডয়নের মত নয়।
বিমানকে উত্তোলন করে এর এরোফয়েল আকৃতির ডানা। চিত্রে এরোফয়েলের উপরে ও নিচে বায়ুপ্রবাহের পথ দেখানো হয়েছে।
জেট ইঞ্জিন ধাক্কা উৎপন্ন করে এবয় তীব্র গতিতে বিমানকে সামনের দিকে এগিয়ে নেয়। উত্তোলনের জন্যে এই উচ্চ গতি প্রয়োজন। ডানার এমন আকৃতির কারণে এর উপরে বায়ুপ্রবাহ বিঘ্নিত হয়। বাতাস আকস্মিকভাবে নিচে নেমে আসায় এর বেগ বাড়ে এবং ঐ অঞ্চলের চাপ হ্রাস পায়। এখন ডানার উপরে নিচের তুলনায় চাপ কমে। চাপের এই তারতম্য ডানাকে এবং ফলস্বরূপ বিমানকে উঠিয়ে ফেলে।
বিমানকে উত্তোলন করে এর এরোফয়েল আকৃতির ডানা। চিত্রে এরোফয়েলের উপরে ও নিচে বায়ুপ্রবাহের পথ দেখানো হয়েছে।
জেট ইঞ্জিন ধাক্কা উৎপন্ন করে এবয় তীব্র গতিতে বিমানকে সামনের দিকে এগিয়ে নেয়। উত্তোলনের জন্যে এই উচ্চ গতি প্রয়োজন। ডানার এমন আকৃতির কারণে এর উপরে বায়ুপ্রবাহ বিঘ্নিত হয়। বাতাস আকস্মিকভাবে নিচে নেমে আসায় এর বেগ বাড়ে এবং ঐ অঞ্চলের চাপ হ্রাস পায়। এখন ডানার উপরে নিচের তুলনায় চাপ কমে। চাপের এই তারতম্য ডানাকে এবং ফলস্বরূপ বিমানকে উঠিয়ে ফেলে।
Test Comment
উত্তরমুছুন